সিংড়ার সুকাশ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে কর্মিসভা হয়েছে। গতকাল রোববার দুপুরে বেলোয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মিসভা হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।