নাটোরের সিংড়া উপজেলার দুটি ইউনিয়নে টিসিবির পণ্য ক্রয়ে উপকারভোগীদের ভোগান্তি পোহাতে হয়েছে। কলম ইউনিয়নে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেক উপকারভোগীকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। একই নামে একাধিক কার্ড বিতরণ হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে সূত্রে জানা গেছে।
জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কলম, শেরকোল, লালোর ও হাতিয়ান্দহ ইউনিয়নের প্রায় সাড়ে ৫ হাজার উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। কলম ও শেরকোল ইউনিয়নে একই নামে একাধিক কার্ড বিতরণ হওয়ায় পণ্য কিনতে এসে ভোগান্তিতে পড়েন উপকারভোগীরা। পরে হই-চই শুরু হলে বেলা ১১টার দিকে ওই দুই ইউনিয়নে পণ্য বিক্রয় শুরু হয়।
সরেজমিনে শেরকোল ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়ানো পণ্য ক্রেতাদের তালিকায় নাম খুঁজে বের করতে বেশ হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এতে হই-চই ও ধাক্কাধাক্কির মতো ঘটনা চোখে পড়ে।
দুপুর সাড়ে ১২টার দিকে কলম ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, বানেকা বেগম, সাহানাজ বেগম, শাবনুর বেগম ও সুফিয়া বেগমসহ প্রায় দশ জন উপকারভোগীর সঙ্গে কার্ড থাকলেও পণ্য না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন তাঁরা। আবার তালিকায় অনেকের নাম থাকলেও কার্ড না পাওয়ায় তাঁদের হাতে চিরকুট দিয়ে ইউনিয়ন পরিষদের বারান্দায় বসিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে কলম ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘একই নামে একাধিক কার্ড বিতরণ হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।’
কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, ‘৩-৪টি চারটি নামের পণ্য বিক্রয়ে সমস্যা দেখা যাচ্ছে। সেগুলো ওই পরিবারের অন্য কোনো সদস্য তুলে নিয়ে গেছে কি না তা খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম সামিরুল ইসলাম বলেন, ‘দুটি ইউনিয়নে একই নামে একাধিক কার্ড বিতরণ হওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সরেজমিনে পরিদর্শন করে সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।’