সিরাজগঞ্জের কাজিপুরে শিমুলদাইড় দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গত রোববার ওই বিদ্যালয়ের প্রায় ২৫টি আকাশমনি গাছ কেটে বিক্রি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান মুকুল এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলালের নির্দেশে তাঁদের লোকজন ১৬ জুলাই থেকে গাছগুলো কাটা শুরু করেন। গত রোববার সবগুলো গাছ কেটে মোট ৯০ হাজার টাকায় বিক্রি করেন।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, গাছ কাটার বিষয়টি জানার পর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, গাছ কাটার বিষয়টি তিনি জানতে পেরেছেন। যাঁরা গাছগুলো কেটেছেন, তাঁদের নিজেদের জায়গা বলে দাবি করছেন। এ বিষয়ে প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।