হোম > ছাপা সংস্করণ

ওয়েব সিরিজে শুভর নায়িকা সোহিনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর কাজ বেড়েছে আরিফিন শুভর। কয়েক দিন আগে তিনি যুক্ত হয়েছেন মিঠু খানের ‘নীলচক্র’ সিনেমায়। গতকাল জানালেন আরও এক খবর—নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘লহু’ নামের সিরিজটি পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখার্জি। এতে শুভর নায়িকা হবেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। 

গত অক্টোবরে ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সে ধারাবাহিকতায় ভারতে চরকি তাদের কনটেন্ট নির্মাণ শুরু করেছে। লহু হতে যাচ্ছে ভারতে চরকির প্রথম নির্মাণ। নভেম্বরের শেষের দিকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং।
আরিফিন শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। শুধু আমার জন্য না, আমাদের যত দর্শক আছেন, তাদের জন্যেও খুশির খবর যে, পশ্চিমবঙ্গে চরকির কাজ শুরু হতে যাচ্ছে। ওয়েব সিরিজটির স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কেমন, তা বোঝার চেষ্টা করছি।’

সোহিনী সরকার বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী সিরিজটি নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়ল, ভেবেই ভালো লাগছে। লহু ওয়েব সিরিজটির গল্প, প্লট একদম ভিন্ন। আশা করছি, ভারো একটা কাজ হবে।’

লহু সিরিজের পরিচালক রাহুল মুখার্জি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি সিনেমা বানিয়েছেন। দুই সিনেমাতেই চিত্র গ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত। আর গান তৈরি করেছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। এর পর থেকেই রাহুল-মধুরা-নীলায়ন টিম হিসেবে কাজ করছেন। এই ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করবেন তাঁরা। পরিচালক রাহুল বলেন, ‘লহু সিরিজের গল্প পাহাড়ি অঞ্চল ঘিরে। একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, তা নিয়েই গল্প। দুই দেশের শিল্পীরা মিলে দারুণ কিছু করার আশা আছে।’

আরিফিন শুভ ও সোহিনীর সঙ্গে লহু ওয়েব সিরিজে আরও অভিনয় করবেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন