হোম > ছাপা সংস্করণ

সেরা রাঁধুনীর মঞ্চে শ্রাবণ্য তৌহিদা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

উপস্থাপনাতেই পরিচিতি পেয়েছেন শ্রাবণ্য তৌহিদা। খেলার মাঠ থেকে করপোরেট কিংবা টিভি অনুষ্ঠান—তাঁকে দেখা যায় সবখানে। এবার শ্রাবণ্য হাজির হলেন রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৯’-এর মঞ্চে। এ বছরের অনুষ্ঠানটি তিনিই উপস্থাপনা করবেন।

‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’ স্লোগান নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সেরা রাঁধুনীর অডিশন রাউন্ড। সেরা রাঁধুনী বাছাইয়ের জন্য দেশের ৮টি অঞ্চলে অডিশন নেওয়া হচ্ছে। অডিশন রাউন্ড থেকে গ্র্যান্ড ফিনালে—প্রতিটি পর্বেই উপস্থাপনায় থাকছেন শ্রাবণ্য। তিনি বলেন, ‘রান্না যে একটা শিল্প, এটা আমরা অনেক সময় ভুলে যাই। প্রত্যেক রাঁধুনী একেকজন শিল্পী, এটা মনে রাখলে সমাজে নারীর মর্যাদা আরও প্রতিষ্ঠিত হবে। রাঁধুনীদের নিয়ে এত বড় একটি আয়োজনে সঞ্চালনা করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের।’

সেরা রাঁধুনীর এবারের আসরে বিচারক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা, শেফ শুভব্রত মৈত্র ও রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা।মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার করা হচ্ছে অনুষ্ঠানটি।

 রাঁধুনী অন্বেষণ ছাড়াও শ্রাবণ্য নিয়মিত উপস্থাপনা করছেন চ্যানেল নাইনের ‘ট্রাভেলার স্টোরি’, মাই টিভির ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’, মাছরাঙার ‘স্বাস্থ্য কথা’, চ্যানেল টোয়েন্টিফোরের ‘আমার স্বপ্ন আমার ঘর’, এনটিভির ‘কঙ্কা সেরা পরিবার’ অনুষ্ঠানগুলো। শ্রাবণ্য জানিয়েছেন, আসন্ন বিপিএল-এর মাঠেও উপস্থাপনা নিয়ে থাকবেন তিনি। উপস্থাপনার পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন শ্রাবণ্য তৌহিদা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন