নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পাঁচলাইশে হিলভিউ আবাসিক এলাকা থেকে ২০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. রেজাউল করিম (৫২) ও তাঁর স্ত্রী শাহীন আক্তার (৪৩)।
গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত। তিনি বলেন, গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে ১৬টি সিআর মামলার পরোয়ানা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তাঁর সাজা হয়েছে। আর শাহীন আক্তারের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি মামলায় সাজা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।