ক্রীড় ডেস্ক
প্রতিভাবান, উড়নচণ্ডী, বিনোদনদাতা এবং রাজা—এক শব্দে এভাবেই শেন ওয়ার্নকে ব্যাখ্যা করলেন অ্যালান বোর্ডার, মার্ক টেলর, মার্ভ হিউজ, নাসের হুসেইন ও ব্রায়ান লারা। তবে এত অল্প কথায় কি ওয়ার্নকে আর ধরা যায়?
বোর্ডার-লারারাও পারেননি। শেষ বিদায়ে প্রিয় বন্ধু ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে মনের ডালা খুলে দিয়েছেন কিংবদন্তিরা। এমসিজিতে প্রায় ৫০ হাজার ভক্ত-সমর্থকদের ‘ওয়ার্নি’ ‘ওয়ার্নি’ ধ্বনির মধ্য দিয়ে গতকাল শুরু হয় ওয়ার্নের শেষকৃত্যের আয়োজন। শেষ বিদায়ের এই আয়োজনে ভার্চুয়ালি সুরের মূর্ছনা জাগিয়ে ওয়ার্নকে স্মরণ করেছেন কিংবদন্তি সংগীত তারকা স্যার এলটন জন। মঞ্চে ওঠেন এড শিরান, রবি উইলিয়ামস ও ক্রিস মার্টিন। অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী কাইল মিনোগুয়ে এবং হাগ জ্যাকমানও স্মরণ করেন ওয়ার্নকে।
চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় ওয়ার্নকে স্মরণ করে বক্তব্য দিয়েছেন তাঁর বাবা, ভাই ও তিন সন্তান। ওয়ার্নের সন্তানেরা এ সময় আনুষ্ঠানিকভাবে এমসিজির নতুন করে নামকরণ করা ‘শেন ওয়ার্ন স্ট্যান্ডে’র নামফলক উন্মোচন করেন। ওয়ার্নকে স্মরণ করে তাঁর মেয়ে সামার বলেন, ‘তোমার স্বর্গে যাওয়ার আজ ২৬ দিন। তোমাকে আমি সবচেয়ে বেশি মিস করছি।’
ওয়ার্নকে স্মরণ করেছেন তাঁর সতীর্থ ক্রিকেটারেরাও। কিংবদন্তি অ্যালান বোর্ডার বলেছেন, ‘আমার অধিনায়কত্বকে পুনরুজ্জীবিত করতে তোমায় ধন্যবাদ। আমি সৌভাগ্যবান যে তোমার সঙ্গে দুই বছর কাটাতে পেরেছি।’ তাঁর আরেক সতীর্থ মার্ক টেলর বলেন, ‘ক্রিকেটের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ ওয়ার্নি। মন্থর বোলিংকে তুমি আরও ফ্যাশনেবল করেছ এবং আমাদের অধিনায়কত্বকে আরও ভালো করেছ।’
এমসিজিতে উপস্থিত থেকে ওয়ার্নকে স্মরণ করেছেন কিংবদন্তি ব্রায়ান লারা। ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ‘তুমি আমার পরিচিত সেরা অস্ট্রেলিয়ান। আমাদের বন্ধুত্বকে আমি সব সময় লালন করি। তোমার উপস্থিতি সব সময় আমাকে সম্মানিত করেছে।’