ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দিয়ে পাখিটি সংরক্ষণের জন্য দিনাজপুর বীরগঞ্জ সিংড়া ফরেস্ট বিটের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার রাতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের এক ধানখেতের মাঠ থেকে বিরল প্রজাতির শকুনটি উদ্ধার করা হয়। ওই দিন দুপুরে স্থানীয়রা শকুনটি ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে ভ্যানে করে রাণীশংকৈল উপজেলা চত্বরে নিয়ে আসে। সেখানে এসে শকুনটি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, দলছুট শুকুনটি সীমান্ত পার হয়ে ক্লান্ত অবস্থায় ওই মাঠে নেমেছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ তাৎক্ষণিক বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা বন কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন।
রাণীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহজাহান আলী জানান, শকুনটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া ফরেস্ট-বিটে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।