বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই ধর্মকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও সুধীজন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘চারদলীয় জোট ইসলামের আইন আর সৎ লোকের শাসনের কথা বলে। কিন্তু আইন পাশ করার মতো ক্ষমতা সংসদে থাকার পরও ইসলামের একটি আইনও তাঁরা পাশ করেন নাই।’
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির–জেপির চেয়ারম্যান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু প্রমুখ।