বিনোদন ডেস্ক
জেনি ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার। নিজের বাবা তাকে নির্যাতন করত, চলার পথে যত পুরুষকে জেনি তার মনে স্থান দিয়েছে, তারা সবাই কোনো না কোনোভাবে তাকে কষ্ট দিয়েছে। একমাত্র ফরেস্ট গাম্পই ছিল ব্যতিক্রম। জেনি চাইলেই পারত সুতা কাটা ঘুড়ির মতো না উড়ে ফরেস্টের কাছে বাঁধা পড়তে। কিন্তু জেনি স্বপ্নের পেছনে ছুটেছে। সত্যিকারের ভালোবাসা ফরেস্টের কাছেই পেয়েছিল সে। কিন্তু জেনি কখনোই চায়নি তার জীবনের অন্ধকার দিক ফরেস্টকে স্পর্শ করুক। জেনি তাই ফরেস্টের থেকে পালিয়ে বেড়ানোর রাস্তাই খুঁজে নিয়েছে।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’। আমির খানের প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন অদ্বৈত চন্দন। মূল সিনেমার জেনি চরিত্র বলিউডে হয়েছে রূপা। কারিনা কাপুর করেছেন এই চরিত্রটি। নব্বইয়ের দশকে প্রথমবার ফরেস্ট গাম্প দেখেছিলেন কারিনা। সেই সময়ই মনে হয়েছিল এমন সিনেমায় যদি অভিনয় করতে পারতেন!
কারিনা স্বীকার করলেন, এখন দর্শকদের রুচি বদলেছে। করোনার পর দর্শক দক্ষিণ ভারতের সিনেমা যতটা গ্রহণ করছে, ততটাই মুখ ফিরিয়ে নিয়েছে বলিউড থেকে। এর কারণ হিসেবে কারিনা বলেন, ‘ভালো কনটেন্ট আর পারিবারিক সিনেমা না হলে এখনকার দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে যাওয়া মুশকিল। দক্ষিণী সিনেমার এত সাফল্যের অন্যতম কারণ হলো ভালো গল্প। শুধু আইটেম গান দিয়ে দর্শকদের মন ভোলানোর চেষ্টা করে না তারা। সে ক্ষেত্রে আমরা বলিউড নানা এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে পারমানেন্ট দর্শক হারিয়েছি।’