বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমাই চলছিল স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। মুক্তির পাঁচ দিনের মাথায় নামিয়ে দেওয়া হলো মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’। জায়গা ধরে রেখেছে ‘তুফান’, ‘আগন্তুক’ ও ‘ময়ূরাক্ষী’।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কয়ার শাখায় চলছিল রিভেঞ্জ। অন্যদিকে বসুন্ধরা সিটিতে শো দেওয়া হয়েছিল ডার্ক ওয়ার্ল্ড সিনেমার। তবে দর্শক চাহিদা না থাকায় আজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমা দুটি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড সিনেমা দুটি দর্শক দেখছেন না। দর্শকের চাহিদা না থাকায় শুক্রবার থেকে এগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। দর্শক মানসম্মত যে সিনেমা দেখতে চাইছেন, আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি। যেমন, চাহিদা থাকায় তুফানের শো বেড়েছে।’
এর আগে গত মে মাসে মুক্তি পাওয়া মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ সিনেমাটিও মুক্তির চার দিনের মাথায় নামিয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নির্মাতা। স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন। সেবারও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল দর্শকের চাহিদা না থাকায় সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে।
ঈদের দিন সারা দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রিভেঞ্জ। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, দীপা খন্দকার প্রমুখ। অন্যদিকে ১৩টি হলে মুক্তি পেয়েছিল ডার্ক ওয়ার্ল্ড। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, মিশা সওদাগর, দীপা খন্দকার প্রমুখ।