বিজয় দিবসকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুরে কেন্দ্রীয় শহীদ মিনার, স্বাধীনতা স্কয়ার ও স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন।
তোপধ্বনি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, খাবার বিতরণ, শহীদদের জন্য দোয়াসহ নানা রকম কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন একাধিক নারী। পুরো উপজেলা পরিষদ চত্বর পরিষ্কারের আওতায় আনা হয়েছে।
এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এ দিন শ্রদ্ধাভরে ’৭১-এর শহীদদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তির জন্য দোয়া করব। দিবসটি উদ্যাপনে যাতে কোনো প্রকার সহিংসতা না হয় সে জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি থাকবে।’