বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন সিনেমা ‘লাইভ’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা শামীম আহমেদ রনি। মাহি বলেন, ‘কাজ করে বুঝেছি, সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচনা করতাম—এই সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।’
সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। মাহি, সাইমন ও আদর—তিনজনের সঙ্গেই পরিচালক রনির প্রথম কাজ।
পরিচালক বলেন, ‘মাহি-সাইমনের কাজ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা আছে। আদরকে শিবা শানু ভাইয়ের কথায় নেওয়া। ওকে নিয়ে আমার একটু ভয় ছিল। কিন্তু শুধু ও নয়, তিনজনই তাদের সর্বোচ্চ দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছে। মাহিকে এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে শর্ত দেওয়া ছিল ঘুমানো যাবে না। সে কিন্তু দুই দিন না ঘুমিয়ে কাজ করেছে। কারণ, না ঘুমানোর ফলে মানুষের চেহারা যেমন হয়, তেমনটাই আমাদের দরকার ছিল। সে তার সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছে। আমি বলব, মাহি, সাইমন ও আদর তাদের সর্বোচ্চটা দিয়েছে এ সিনেমায়।’
‘লাইভ’ সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ২৬টি হলে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।