হোম > ছাপা সংস্করণ

আমার কিছু বন্ধু আছে

অনন্যা দাস

...তাদের মনে ছন্দ আছে

ভালোবাসার গন্ধ আছে

রোজনামচার ধন্ধ আছে

আমার কিছু বন্ধু আছে।...

বন্ধু দিবস তৈরি হওয়ার অনেক কারণের কথা জানা যায়। এর একটি হলো, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করেছিল। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। এর প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এর পর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি সম্মান জানাতে আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘ ৩০ জুলাই তারিখটিকে বিশ্ব বন্ধু দিবস হিসেবে ঘোষণা দেয়। কিন্তু এখনো বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্ট মাসের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালন করার চল আছে।

এই বিশেষ দিনে সবাই চায় বন্ধুকে বিশেষ কিছু উপহার দিতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজকালকার ছেলেমেয়েদের পছন্দ বদলেছে। সেই সঙ্গে বদলেছে উপহারের ধরন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া জানান, তিনি সাধারণত বন্ধুবান্ধবদের ফুল উপহার না দিয়ে গাছ উপহার দিতে ভালোবাসেন। এটি পরিবেশ সবুজ ও সতেজ রাখে। আর কী দেওয়া যায়?

বই
উপলক্ষ যা-ই হোক, উপহার হিসেবে বই সব সময়ই সেরা। আর আপনার বন্ধুটি যদি বইপ্রেমী হন, তাহলে তো কথাই নেই। কবিতা, উপন্যাস কিংবা যেকোনো নন-ফিকশন, আপনার অথবা আপনার বন্ধুর প্রিয় কোনো লেখকের বই হয়ে উঠতে পারে বন্ধু দিবসে সেরা উপহার।

কাস্টমাইজড মগ
আজকাল বিভিন্ন দোকান থেকে কাস্টমাইজড মগ তৈরি করে নেওয়া যায়। সেই মগগুলোতে আপনি ইচ্ছামতো ছবি বসিয়ে নিতে পারবেন। হতে পারে সেটা আপনার আর আপনার বন্ধুর একসঙ্গে কাটানো কোনো প্রিয় মুহূর্তের ছবি কিংবা কোনো গ্রুপ ছবি।

টি-শার্ট
তরুণ প্রজন্মের পছন্দের পোশাকের তালিকায় টি-শার্ট অন্যতম। আর সেসব টি-শার্টের ডিজাইনে আবার বিভিন্ন সিনেমা সিরিজের নকশা প্রাধান্য পায়। এই বন্ধু দিবসে বন্ধুদের ফ্রেন্ডস সিরিজের টি-শার্ট উপহার দিতে পারলে মন্দ হয় না, কী বলেন?

পোর্টেবল স্পিকার
আপনার বন্ধু যদি গানপ্রিয় হন, তবে তাঁকে উপহার দিতে পারেন ভালো মানের একখানা পোর্টেবল স্পিকার। জেবিএল, রিয়েলমি, বোস কিংবা বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর স্পিকার রয়েছে বাজারে। এর মধ্য থেকে আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী বেছে নিন একটি।

চকলেট
উপহার হিসেবে এর আবেদন চিরায়ত। আজকাল আবার বিভিন্ন ফেসবুক পেজ থেকে কাস্টমাইজড চকলেট বিক্রি করা হয়। চাইলে সে রকম কিছু উপহার দিয়ে চমকে দিতে পারেন বন্ধুদের।

ফ্রেন্ডশিপ ব্রেসলেট
একটু ছেলেমানুষি ধরনের শোনালেও ফ্রেন্ডশিপ ব্যান্ড বন্ধু দিবসের উপহার হিসেবে সব সময়ই আলাদা একটা আবেগ সৃষ্টি করে। একটু বাড়তি ভালোবাসা যোগ করতে চাইলে নিজ হাতেও তৈরি করে দিতে পারেন ফ্রেন্ডশিপ ব্যান্ড।

গিফট কার্ড
আপনি চাইলে বন্ধুদের পছন্দের দোকান থেকে কেনাকাটা করার জন্য নির্দিষ্ট মূল্যের গিফট কার্ড বা ভাউচার উপহার দিতে পারেন। এতে তাঁরা সেই সব দোকানে গিয়ে নিজেদের পছন্দমতো জিনিস কিনে নিতে পারবেন। বড় বড় ব্র্যান্ডের দোকানেই এ রকম গিফট কার্ড পাওয়া যায়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন