Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে লড়াই, উত্তেজনা

মিঠাপুকুর প্রতিনিধি

প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে লড়াই, উত্তেজনা

মিঠাপুকুরের মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে দুই শিক্ষকের মধ্যে লড়াই চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনায় বিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠাপুকুর থানায় অভিযোগ করেছেন।

থানায় করা অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একাধিক মামলায় আসামি হয়েছেন। মামলার কারণে বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁকে সাময়িক বরখাস্ত করে এবং তাঁর স্থলে সহকারী শিক্ষক বাদল মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়।

এ ঘটনায় জয়নাল আবেদীন তাঁকে স্বপদে বহাল করার জন্য হাইকোর্টের দেওয়া আদেশের কপিসহ আবেদন করেন। বিষয়টি নিয়ে কয়েক দিন আগে তিনি ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়ার বাগ্‌বিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি বাদলকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

যোগাযোগ করা হলে জয়নাল আবেদীন জানান, তিনি হাইকোর্টের আদেশের কপিসহ ২০২০ সালে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে চেয়ার আঁকড়ে আছেন।

জয়নাল আবেদীন দাবি করেন, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাফ্রিখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এবং উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পেয়েছেন। এ কারণে প্রতিহিংসাবশত তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।

অপরদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়া জানান, তাঁকে অন্যায়ভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।

জানতে চাইলে গতকাল শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাঁকে লিখিতভাবে জানিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ