গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকার শীতলক্ষ্যাপাড় দখল করে আকিজ পার্টিকেল বোর্ড মিলস্ লিমিটেডের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব কাজ বন্ধ করার নির্দেশ দেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরেজমিনে গিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আগে একবার তাদের জরিমানা করা হয়েছিল। এরপর কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ লাখ টাকা জরিমানা করেন। আমরা সব সময় আইন অনুযায়ী কাজ করার পক্ষে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অপেক্ষায় আছি। তাঁরা এলে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) সাইফুল ইসলাম হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় জানান, বিআইডব্লিউটিএর ঘোড়াশাল নদীবন্দর কর্মকর্তা নুর হোসেনকে পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি নজরে আসার পর থেকেই আমরা প্রচলিত আইন মেনে ব্যবস্থা নিয়েছি।’