দেবিদ্বার প্রতিনিধি
মাজেদা বেগমের বয়স ৬০ পেরিয়েছে। নিজের কোনো জমি নেই। দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের সরকারি খাস জমিতে ঘর তুলে থাকেন। ১০ বছর আগে তোলা ঘরটি বর্তমানে জীর্ণশীর্ণ হয়ে গেছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেওয়ার খবরে একটি নতুন ঘরের স্বপ্ন দেখছেন তিনি।
গত ১০ বছর আগে মাজেদা বেগমের স্বামী হাশেম ভূঁইয়া মারা যান। ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান মাজেদার তিন ছেলে সন্তানও। এরপর একেবারে অসহায় হয়ে পড়েন বৃদ্ধা মাজেদা বেগম।
সে সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সরকারি দুই শতক খাস জমিতে ঝুপরী ঘর তোলেন মাজেদা। এ ঘরেই এখন পর্যন্ত থাকছেন তিনি। বর্তমানে অর্থাভাবে ঘরটি সংস্কার করতেও পারছেন না। একটু বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় বিছানা। ঝড়ের সময় অন্যের ঘরে আশ্রয় নেন তিনি।
বৃদ্ধা মাজেদা বেগম বলেন, গত ২২ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে আলী আহমেদ নামে তাঁর এক ছেলে মারা যান। এরপর মারা যান স্বামী। এরপর বিভিন্ন রোগে তাঁর আরও দুই ছেলেও মারা যান। বর্তমানে তাঁর ভরণপোষণ চালাচ্ছেন জামাতা অটোরিকশাচালক মাহবুব। কিন্তু ওষুধপত্রের খরচ মিটিয়ে ঘরটি ঠিকঠাক করার সামর্থ তাঁর নেই।
উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের ৯৯১ নম্বর দাগে ৭৬ শতক সরকারি জমিতে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ১০টি পাকার ঘর নির্মাণের পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন। এর জন্য সরকারের কাছে মোট ৪০টি ঘরের বরাদ্দ চাওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা বলেন, ‘বরাদ্দ পেলেই এসব ঘর নির্মাণের কাজ শুরু হবে। ষাটোর্ধ্ব মাজেদাকে একটি পাকা ঘর দেওয়ার কথা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৪০টি ঘরের মধ্যে মরিচা গ্রামে ১০টি ঘর নির্মাণ করা হবে। মাজেদা বেগমকে একটি পাকা ঘর দেওয়া হবে।’