হোম > ছাপা সংস্করণ

বিয়ের পর শুটিং সেটেই সময় কাটছে কিয়ারার

বিনোদন ডেস্ক

সব লুকোচুরির অবসান ঘটিয়ে গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন কিয়ারা আদভানি। বিয়ের পরে হানিমুনে যাওয়ারও সময় পাননি সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি। এ সেট থেকে ও সেটে ব্যস্ত সময় কাটছে কিয়ারার। সিনেমার শুটিং, ফটোশুট, বিজ্ঞাপন—সব মিলিয়ে বিয়ের আগেও তিনি এতটা ব্যস্ত ছিলেন না, যতটা ব্যস্ততা এখন যাচ্ছে।

সম্প্রতি কিয়ারা দক্ষিণী তারকা রামচরনের সঙ্গে ‘আরসি ১৫’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন। এরপর যোগ দিয়েছেন ‘সত্যপ্রেম কি কথা’র শুটিংয়ে। সমীর বিদ্যাংশের পরিচালনায় কাশ্মীরে চলছে সিনেমার শেষ অংশের কাজ। চারদিকে পাহাড়। সাদা বরফের চাদরে মোড়া। পাহাড়ের বুকে ছোট্ট গ্রামের মধ্যে নীরবে চলছে সিনেমার কাজ। সেখানে হিমশীতল পরিবেশে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। শুটিং স্পট থেকে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিয়ারা জানালেন, সেখানে এখন মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রা চলছে।

‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। কার্তিক-কিয়ারা জুটি ইতিমধ্যেই বক্স অফিসে সফল। গত বছর দক্ষিণী সিনেমাগুলোর ভিড়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। তখনই বক্স অফিসে সাফল্য এনে দেয় কার্তিক-কিয়ারার ‘ভুলভুলাইয়া ২’। এ জুটির নতুন সিনেমায় সত্যপ্রেম চরিত্রে অভিনয় করছেন কার্তিক। আর কিয়ারার চরিত্রের নাম কথা। তাঁরা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠকের মতো অভিনয়শিল্পীরা। আগামী ২৯ জুন ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

 শুধু কিয়ারা নন, সিদ্ধার্থ মালহোত্রাও বিয়ের পর ওটিটি ও সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। বছরের শেষ দিকে জুটি হয়ে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বাস্তবের এ জুটি। করণ জোহরের প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন