জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে আট গ্রামের মানুষ। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে যাতায়াতকারীদের প্রায় চার কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্বাধীনতার ৫০ বছরেও এ ঘাটে সেতু নির্মাণ করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা আজকের পত্রিকাকে বলেন, ‘খেয়াঘাটের বিষয়টি অবগত হলাম। এলজিইডি কর্মকর্তার সঙ্গে কথা বলে ওই ঘাটটি দ্রুত পর্যবেক্ষণ করা হবে।’
ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, ‘ঝিনাই নদীর কারণে ডোয়াইল ইউনিয়নটা বিভক্ত হয়ে পড়েছে।’
এলজিইডি নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি সেতুর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ওই ঘাটটি আমাদের প্রজেক্টভুক্ত হলে কাজ করানো সম্ভব হবে। তা না হলে পরবর্তী সময়ে ওই ঘাটটি প্রজেক্টভুক্ত করে কাজ করতে হবে।’