হোম > ছাপা সংস্করণ

শাফিন ভাই ছিলেন অনুকরণীয় সংগীতব্যক্তিত্ব —হাসান, আর্ক

বিনোদন ডেস্ক

শাফিন ভাই ছিলেন আমার আইডল। ওনার চলা, বলা, হাঁটা, বাজানো, গাওয়া—সবকিছুই আমার প্রিয় ছিল। তাঁকে অনুসরণ করেই সুর করা শুরু করি। আমার ভালো লাগার একজন মানুষ ছিলেন তিনি। শাফিন ভাই ছিলেন অনুকরণীয় সংগীতব্যক্তিত্ব। আইয়ুব বাচ্চু ভাই আমার কাছে যেমন ছিলেন, শাফিন ভাইও তেমন। তাঁদের কাছ থেকে সব সময়ই শেখা যায়। বাচ্চু ভাই ও শাফিন ভাই দুজনের কাছে আমি ছিলাম সন্তানের মতো। শাফিন ভাইয়ের চলে যাওয়া সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

মিউজিশিয়ান হিসেবে শাফিন আহমেদ ছিলেন মাস্টার। শিল্পী হিসেবে তিনি ছিলেন স্টাইলিশ। তাঁর গাওয়ার ধরন একেবারেই ইউনিক। শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, সংগীতজ্ঞ হিসেবে আপাদমস্তক তিনি ছিলেন অনুকরণীয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না শাফিন ভাই নেই। এমন খবর শোনার জন্য অপ্রস্তুত ছিলাম।

দেশ-বিদেশের অনেক মঞ্চে তাঁর সঙ্গে পারফর্ম করেছি। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও তাঁর সঙ্গে বসার অভিজ্ঞতা হয়েছে। তাঁর স্টুডিও রেকর্ডিং কাছ থেকে দেখেছি। রেকর্ডিং, প্লেয়িং, টেকনোলজি—সব দিক থেকেই তিনি অনেক এগিয়ে ছিলেন। আমিও অনেক কিছু তাঁর কাছ থেকে শিখেছি।

শাফিন ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। কয়েক মাস আগে তাঁর সঙ্গে কক্সবাজারে শো করেছি। সেখানে আমরা একসঙ্গে গিয়েছি, আড্ডা দিয়েছি। সে সময় দেশের বাইরে একটি কনসার্ট নিয়ে কথা হচ্ছিল। সেখানে আর্ক ও শাফিন ভাইয়ের পারফর্ম করার কথা ছিল। সেটি আর হয়ে উঠল না। শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সৃষ্টিকর্তা যেন তাঁকে বেহেশত নসিব করেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন