গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানের চাপায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলায় তরগাঁও ইউনিয়নের চান্দারটে এলাকায় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম একই ইউনিয়নের নরউত্তমপুর গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ‘মনোয়ারা বেগম তাঁর মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে অটোরিকশা করে ফিরছিলেন। তরগাঁও মোড় আসলে অটোরিকশা থেকে তিনি পড়ে যান। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’