ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রতীক বরাদ্দ দেয় উপজেলা নির্বাচন অফিস। এই সময় প্রার্থীর সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।
এ দিকে নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনে দুই ইউপিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দেন এক চেয়ারম্যান প্রার্থী।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৩, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ এবং সাধারণ সদস্য পদে ৪৯৬ জনসহ মোট ৬৯৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার সকাল ১০ থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। স্বতন্ত্র প্রার্থীরা বেশির ভাগ আনারস প্রতীক চাওয়ায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করেন রিটার্নিং কর্মকর্তারা। নৌকার প্রার্থীরা শোডাউন নিয়ে প্রতীক গ্রহণ করেন।
এ দিকে প্রতীক পাওয়ার প্রথম দিনে ২ নম্বর বালিথুবা পূর্ব এবং ১৬ নম্বর রূপসা ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ২ নম্বর ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর-রশীদের সমর্থক শাহজালাল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। অপরদিকে ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অহিদুর রহমানকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন প্রতিপক্ষের সমর্থকেরা। এই নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রার্থী অহিদুর রহমান ও তাঁর নাতী তানভীর হোসেন আহত হন। এই ঘটনায় অহিদুর রহমান ফরিদগঞ্জ থানায় অভিযোগ দেন।