হোম > ছাপা সংস্করণ

আবুল হায়াতের নির্দেশনায় মম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দুই বছরের বিরতি কাটিয়ে আবুল হায়াতের নির্দেশনায় নাটকে অভিনয় করলেন জাকিয়া বারী মম। নাটকের নাম ‘ওলটপালট’। রাবেয়া খাতুনের গল্পে নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে।

মমর অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মম খুব ভালো একজন অভিনেত্রী। ওলটপালট নাটকে তার চরিত্রটিও অসাধারণ। অভিনয়ের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

শিগগিরই নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান আবুল হায়াত। মম ছাড়াও এতে অভিনয় করেছেন শিরীন আলম ও রওনক হাসান।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মম অভিনীত ‘ওরা ৭ জন’ সিনেমাটি। খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমাটিতে মমর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। আগামী শুক্রবার মুক্তি পাবে মম অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। বানিয়েছেন অনন্য মামুন। ‘দারুচিনি দ্বীপ’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ ও মম। ১৬ বছর পর রেডিও সিনেমায় আবার একসঙ্গে দেখা যাবে তাঁদের। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন