বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই বছরের বিরতি কাটিয়ে আবুল হায়াতের নির্দেশনায় নাটকে অভিনয় করলেন জাকিয়া বারী মম। নাটকের নাম ‘ওলটপালট’। রাবেয়া খাতুনের গল্পে নাট্যরূপও দিয়েছেন আবুল হায়াত। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে।
মমর অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মম খুব ভালো একজন অভিনেত্রী। ওলটপালট নাটকে তার চরিত্রটিও অসাধারণ। অভিনয়ের প্রতি তার একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার চরিত্রটি সে যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
শিগগিরই নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান আবুল হায়াত। মম ছাড়াও এতে অভিনয় করেছেন শিরীন আলম ও রওনক হাসান।