দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে প্রাইভেট কারের চালকের অদক্ষতা ও খামখেয়ালিকে দায়ী করে তারা। গত মঙ্গলবার দুপুরে বিরামপুরের ঘোড়াঘাট রেল গুমটিতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
এর আগে, ২ ফেব্রুয়ারি ভোরে বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেল গুমটিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়। দুর্ঘটনার পর প্রশাসনের পক্শ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বারিউল করিম খানকে আহ্বায়ক করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজি ও রেলওয়ে পার্বতীপুর শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসানকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ’প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেট কারটির চালকের অদক্ষতা ও খামখেয়ালির কারণে এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে ৪ জন ছিলেন। ৩ জন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তি চালক না যাত্রী তাঁকে আমরা খুঁজছি। তবে, পেলে দুর্ঘটনার আসল তথ্য জানা যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।’
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আগামীতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।