নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক দিনে ৫৭টি চোরাই গরু আটক করেছে বিজিবি। এ ছাড়া তিন মাসে দেড় কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরের জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম।
লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, গত বৃহস্পতিবার ভোরে ১১ বিজিবির অধীন তীরের ডিবা বিওপি ৩১টি গরু আটক করে।এ ছাড়া সীমান্তের অন্য কয়েকটি বিওপি এলাকা থেকে আরও ২৬টি গরুসহ মোট ৫৭টি গরু আটক করে তারা।
তিনি আরও বলেন, এভাবে গরুসহ চোরাই পণ্য আটকে বিজিবি আন্তরিকভাবে তৎপর রয়েছে।
তাঁর দেওয়া তথ্যমতে, বিজিবি গত তিন মাসে চোরাই গরুসহ ৩ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার টাকার চোরাই মালপত্র জব্দ করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন, তাঁরা সীমান্তের অসহায় গরিব মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ এবঙ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিয়েছেন। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাফি উস হাসান।