চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বীর মুক্তিযোদ্ধা, নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি পশ্চিমপাড়া খালের মাথায় এ ঘটনা ঘটে।
আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে, স্কুলপড়ুয়া দুই ছাত্রের দ্বন্দ্বে বৃদ্ধরা জড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী ভোলা মোল্লা (৭০) বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সদস্য মো. কায়কোবাদ মুন্সি পাপ্পু, মো. নুর ইসলাম মুন্সি ও মতি মুন্সির নেতৃত্বে ২৫-৩০ জন লোক তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালান। তাঁদের বেপরোয়া ইটের আঘাতে তিনিসহ তাঁর ছেলে বাদল মোল্লা (২৮), ভাইপো সবুজ মোল্লা (২৫) পৌত্র সাজ্জাদ মোল্লা (১২), ইমন মোল্লা (১৩) ও শিউলী বেগম (৩০) আহত হন। এ সময় হামলাকারীদের ইটের বৃষ্টিতে তাঁর ভাই মিরাজ মোল্লার ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাঁদের পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা বলেন, মো. হাসমত আলী ভোলা মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (১৬) ও একই গ্রামের মো. নুর ইসলাম মুন্সির ছেলে হৃদয় মুন্সি (১৬) বড়গুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ওই দুই ছাত্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়েছে।
হৃদয় মুন্সির বাবা মো. নুর ইসলাম মুন্সি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে মো. হাসমত আলী ভোলা মোল্লার ছেলে মাহফুজ মোল্লা ও তাঁর এক ভাই তাঁর ছেলেকে মারধর করেছে। হৃদয় এখন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কায়কোবাদ মুন্সি পাপ্পু বলেন, এ ঘটনায় তাঁকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদার বলেন, তাঁরা সবাই মিলে সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান বিষয়টি মীমাংসার কথা বলেছেন। তাঁরা ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।