Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সিসি ক্যামেরার আওতায় আটঘরিয়া পৌর শহর

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সিসি ক্যামেরার আওতায় আটঘরিয়া পৌর শহর

সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পাবনার আটঘরিয়া পৌর শহরকে। আটঘরিয়া থানা ও পৌর কর্তৃপক্ষ এ সিসি ক্যামেরা স্থাপন করেছে। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষটি পৌর মেয়র ও আটঘরিয়া থানার ওসির কার্যালয়ে স্থাপন করা হয়েছে।

জানা গেছে, আটঘরিয়া পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শহরবাসীর জীবন ও সম্পদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা অনুযায়ী যৌথভাবে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে পৌরসভা ও থানা-পুলিশ। শহরের প্রবেশমুখে, মূল সড়ক, আটঘরিয়া ও দেবোত্তর হাট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যে ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই উদ্যোগ অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন পৌর শহরবাসী।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিমুল ইসলাম খান বিপিএম স্যারের সার্বিক নির্দেশনায় ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতনের আর্থিক ও সার্বিক সহযোগিতায় আটঘরিয়া পৌর সদর এলাকায় এ পর্যন্ত ১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।’

আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন বলেন, পৌর শহরের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১০টি বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এতে করে চুরিসহ নানা অপরাধ প্রবণতা হ্রাস পাবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ