বিনোদন প্রতিবেদক, ঢাকা
ধীর পায়ে এগিয়ে আসছে শীত। আসছে কনসার্টের দিন। নভেম্বরের শুরুতেই দেশের ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য থাকছে সুখবর। একই মঞ্চে শোনা যাবে অর্থহীন, চিরকুট, মেঘদল, আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ডের গান।
আগামী ১২ নভেম্বর ‘নভেম্বর রেইন ভলিউম ২’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে হবে এই আয়োজন। অর্থহীন, চিরকুট, মেঘদল, আর্টসেলের পাশাপাশি এতে পারফর্ম করবে ক্রিপ্টিকফেইট, ভাইকিং, ব্ল্যাক, ইন্দালো, পাওয়ারসার্জসহ ৯টি ব্যান্ড। বেলা আড়াইটা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত সুর-তাল-ছন্দে দর্শকদের মাতিয়ে রাখবেন শিল্পীরা।
গত বছরের একই দিনে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল নভেম্বর রেইনের প্রথম কনসার্ট। এ বছর বসছে এ কনসার্টের দ্বিতীয় আসর। গত বছর এ আয়োজনে গেয়েছিলেন নগর বাউল জেমস।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের দাম কত হবে—এ বিষয়ে শিগগিরই জানা যাবে বিস্তারিত।