হোম > ছাপা সংস্করণ

আসছে নভেম্বর রেইন, সুযোগ পাবে নতুন ব্যান্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ধীর পায়ে এগিয়ে আসছে শীত। আসছে কনসার্টের দিন। নভেম্বরের শুরুতেই দেশের ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য থাকছে সুখবর। একই মঞ্চে শোনা যাবে অর্থহীন, চিরকুট, মেঘদল, আর্টসেলের মতো জনপ্রিয় ব্যান্ডের গান।

আগামী ১২ নভেম্বর ‘নভেম্বর রেইন ভলিউম ২’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে হবে এই আয়োজন। অর্থহীন, চিরকুট, মেঘদল, আর্টসেলের পাশাপাশি এতে পারফর্ম করবে ক্রিপ্টিকফেইট, ভাইকিং, ব্ল্যাক, ইন্দালো, পাওয়ারসার্জসহ ৯টি ব্যান্ড। বেলা আড়াইটা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত সুর-তাল-ছন্দে দর্শকদের মাতিয়ে রাখবেন শিল্পীরা।

গত বছরের একই দিনে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল নভেম্বর রেইনের প্রথম কনসার্ট। এ বছর বসছে এ কনসার্টের দ্বিতীয় আসর। গত বছর এ আয়োজনে গেয়েছিলেন নগর বাউল জেমস।

এবার তিনি থাকছেন না। তবে বিশেষ আকর্ষণ হিসেবে আছে ব্যান্ড অর্থহীন ও চিরকুট। 

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের দাম কত হবে—এ বিষয়ে শিগগিরই জানা যাবে বিস্তারিত।

নভেম্বর রেইনের দ্বিতীয় আসরে আরও একটি চমক রেখেছেন আয়োজকেরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পারবে নির্বাচিত একটি নতুন ব্যান্ড। এ সুযোগ পেতে চাইলে দিতে হবে একটি ছোট্ট পরীক্ষা। গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’ কাভার করে ৪ নভেম্বর রাত ১২টার মধ্যে পাঠিয়ে দিতে হবে novrainv2@gmail.com এই ঠিকানায়। আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ী ব্যান্ড নভেম্বর রেইন গানটি গাইবে মঞ্চে। সঙ্গে তারা নিজেদের আরও দুটি গান গাওয়ার সুযোগ পাবে কনসার্টে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন