হোম > ছাপা সংস্করণ

রোশন আলীর পদত্যাগ চান আ.লীগের নেতা-কর্মীরা

দেবিদ্বার, দাউদকান্দি ও মেঘনা প্রতিনিধি

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা। ফাঁস হওয়া অডিওতে দলের গঠনতন্ত্রপরিপন্থী ও মনোনয়ন নিয়ে মন্তব্যের প্রতিবাদে দেবিদ্বার ও দাউদকান্দিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, তিনি দলের গুরুত্বপূর্ণ একটি পদ ব্যবহার করে মুখে যা ইচ্ছে তা-ই বলে বেড়াচ্ছেন। দলে বিভাজন সৃষ্টি করছেন। তাঁর মন্তব্যের কারণে দলের সাংগঠনিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে। তাঁর উচিত দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা।

তাঁরা আরও বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই-বাছাই করে দলের মনোনয়ন দেন। অথচ রোশন আলী মাস্টার ফোনালাপে বলেছেন টাকা নিয়ে নাকি মনোনয়ন দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি নেতার সঙ্গে এসব কথাবার্তা বলেছেন। ওই নেতার সঙ্গে তিনি আরও বলেন, যাঁরা নৌকা করেন, তাঁরা নাকি রাজাকারের বাচ্চা’ তিনি কাকে রাজাকারের বাচ্চা বলেছেন, জনসমক্ষে এসে বলতে হবে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, জেলা যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক জিএস আবদুল মান্নান মোল্লা প্রমুখ।

এদিকে তাঁর এ মন্তব্যের প্রতিবাদে গতকাল দাউদকান্দি উপজেলার তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন।

এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, রওশন আলী মাস্টার আওয়ামী লীগকে কলুষিত করেছেন।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া ফোনালাপ শুনে আমি নিজেই হতবাক। তাঁর মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে কষ্ট পেয়েছি। একজন জ্যেষ্ঠ নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন হয়নি।’

উল্লেখ্য, গত সোমবার রাতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে তাঁকে আওয়ামী লীগ সম্পর্কে নানা মন্তব্য করতে শোনা গেছে।

এ ছাড়া মেঘনায় রোশন আলী মাস্টারের বহিষ্কার চেয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল উপজেলার বিআরটিসি মোড়ে বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মহসিন সোহাগ, ভাওরখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আব্বাসী, চন্দনপুরের আজমীর বাসার, মানিকারের সাইফুল ইসলাম, রাধানগরের জাবের ভূঁইয়া, ভাওরখোলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেল, চন্দনপুরার শরিফ, ছাত্রলীগ নেতা মামুন, টিটু ও তুষার প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন