Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোটার হতে গিয়ে হয়রানির শিকার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ভোটার হতে গিয়ে হয়রানির শিকার

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার হতে গেলে হয়রানির শিকার হচ্ছে উপযুক্ত বয়সী শিক্ষার্থীসহ অনেককে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ফরম না পেয়ে হতাশ হচ্ছেন তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করায় বাদ পড়ছেন অনেকে। এতে ভেস্তে যেতে বসেছে সরকারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।

এদিকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করায় গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফরম সংকটের দোহাই দিচ্ছেন একে অপরকে।

শিক্ষার্থীরা জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীরা তাঁদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ না করছেন না। নির্বাচন কার্যালয়ে কয়েক দফা ঘোরাঘুরির পরেও তথ্য ফরম না পেয়ে তাঁরা এই অভিযোগ দেন।

জানা গেছে, গত শনিবার থেকে ফুলবাড়ী পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সেখানে ভোটার হওয়ার ফরম নেওয়ার জন্য পৌরসভায় ভিড় করছেন উপযুক্ত বয়সী শিক্ষার্থীসহ অনেকে। চাহিদা অনুযায়ী ফরম সরবরাহ না করায় তাঁরা বিপাকে পড়ছেন।

ভোটার হতে আসা ফুলবাড়ী পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কানাহার গ্রামের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, তাঁর সঙ্গে স্বজনপুকুর গ্রামের আশিক ও হৃদয়, কাটাবাড়ী গ্রামের তন্ময়, ফাহিম, লিমন, আওলাদ, জাহানারাসহ অনেকের বাড়িতে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ করেননি। ফরমের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাঁরা বাইরের কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করতে বলেছেন।

ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর সুজাপুর গ্রামের তথ্য সংগ্রহকারী পলি শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান জানান, নিজের এলাকায় তিনি ১৭১ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন; কিন্তু উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁকে ১৪০টি ফরম সরবরাহ করা হয়েছে। এ কারণে সব নতুন ভোটারকে তথ্য ফরম সরবরাহ করা সম্ভাব্য হয়নি। একই কথা বলেন ৪ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক কুমার।  

এ বিষয়ে ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ‘আমি জেনেছি অনেকের বাড়িতে তথ্য সংগ্রহ করা হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানালেও তিনি ফরম সরবরাহ করতে পারেননি। প্রয়োজন অনুযায়ী ভোটার তথ্য ফরম সরবরাহ না করায় নতুন ভোটারদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে।’ 
ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, ‘ফরম সংকট হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সরবরাহ না করায় নতুন ভোটারদের হাতে ফরম দেওয়া সম্ভব হচ্ছে না।’

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট ফরম রয়েছে, চাহিদা অনুযায়ী ফরম সরবরাহ করা হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ