চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী-বাগেরহাট সড়কে ইজিবাইক চলাচলে বাধা, চালকদের মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চিতলমারী উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে দুই শতাধিক ইজিবাইকচালক এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে ইজিবাইকচালক মো. আমিরুল গাজী, মো. শওকত আলী, প্রোসঞ্জিত মণ্ডল, মো. আমিরুল, মাসুদ খন্দকার, শেখ বাদশা, নুরু শেখ, মো. আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।
তাঁরা বলেন, চিতলমারী থেকে বাগেরহাট শহর পর্যন্ত তাঁরা যাত্রী পরিবহন করেন। কিন্তু যাত্রী নিয়ে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া পর্যন্ত পৌঁছালে বাসচালক ও শ্রমিকেরা তাঁদের যাত্রী নামিয়ে দেয়। তাঁদের মারধরও করে। তাঁরা এই অন্যায়ের বিচার চান।
চালকেরা বলেন, চিতলমারী উপজেলায় প্রায় ৩০০ ইজিবাইক আছে। বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছেন। এখন ইজিবাইক না চালাতে পারলে কিস্তি দেবেন কীভাবে, আর সংসার চালাবেন কী করে?
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইজিবাইকচালকেরা। উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেসার কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।