ময়মনসিংহ প্রতিনিধি
ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া কওমি মাদ্রাসা কেন্দ্র। ওই কেন্দ্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন দনতা গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী সাবিনা খাতুন। তাঁর কোলে পাঁচ মাসের শিশুসন্তান রাজু। সে বারবার কান্না করছিল। বিষয়টি পাশে দাঁড়িয়ে দেখছিলেন দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মাইনুল রেজা।
পরে মাইনুল রেজা শিশুটিকে কোলে নিয়ে দাঁড়ালে ওই নারী ভোট দেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভোট দিয়ে বেরিয়ে সাবিনা খাতুন বলেন, ‘পুলিশ মানুষকে কষ্ট দেয়, এমনটা জানতাম। কিন্তু আজ ভিন্ন রূপ দেখলাম। এতে আমার খুব ভালো লেগেছে। পুলিশের প্রতি ধারণাটাও পাল্টে গেছে।’
দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মাইনুল রেজা বলেন, ‘রোদে লাইনে দাঁড়ানো মায়ের কোলে শিশুটি অস্বস্তি বোধ করছিল, কান্নাকাটি করছিল। তা দেখে ওই শিশুকে আমি কোলে নিই এবং ওই নারী ভোট দেন।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মানুষের জানমাল রক্ষা করাই আমার দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে পেরে খুব ভালো লাগছে।’