হোম > ছাপা সংস্করণ

গাজীপুরে বনভূমি উদ্ধারে যৌথ অভিযান শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দখলদারদের কবল থেকে বনভূমি উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। অগ্রাধিকার তালিকা করে প্রথমে শিল্পপ্রতিষ্ঠান ও রিসোর্টের দখলে থাকা বনভূমি উদ্ধারে নেমেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। 

গত শনিবার আজকের পত্রিকায় ‘দখলদারদের পেটে বনাঞ্চল’ শিরোনামে প্রধান সংবাদ প্রকাশের পর এই অভিযান শুরু হলো।
অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে তিনটি রিসোর্ট ও একটি বাংলোবাড়ির দখল থেকে ২ একর ৯৭ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজুল ইসলাম জানান, গতকাল দিনভর গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আজকের পত্রিকার মাধ্যমে বন দখলের চিত্র জানার পর আমরা বন বিভাগের সঙ্গে একটি সভা করেছি। সেখানে আমরা কিছু দখলদারের তালিকা করে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।’

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুল হোসেন বলেন, ‘আমরা সব সময় বন রক্ষায় তৎপর আছি। বন সংরক্ষণ ও অবৈধ দখল উচ্ছেদে আমরা গাজীপুর জেলা প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি। তালিকা করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জবরদখল হওয়া বনভূমি উদ্ধারে আমাদের অভিযান চলবে।’

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া। বন বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, প্রাণী বায়োডাইভারসিটি অফিসার রুবাইয়া ইয়াসমিন। এ সময় জেলা পুলিশের জয়দেবপুর থানা-পুলিশের একটি দল তাদের সহায়তা করে। এক্সকাভেটর, দেশি যন্ত্রপাতি নিয়ে বিপুলসংখ্যক বনকর্মী ও স্থানীয় জনবল এই অভিযানে অংশ নেন।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া জানান, অভিযানে ম্যাক্সভ্যালী রিসোর্টের দখলে থাকা ৮৫ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়। রিসোর্টটি বনভূমি দখল করে সীমানাপ্রাচীর ও গেট নির্মাণ করেছিল। এগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আর অনন্ত ভবন নামের একটি বাংলোবাড়ির সীমানাপ্রাচীর, ৩-৪টি কক্ষ, সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করা স্থাপনা উচ্ছেদ করে তাদের দখল থেকে ৯৫ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়। পরে রাজেন্দ্র ইকো রিসোর্টের একটি বসার ঘর, রান্নাঘরের কিছু অংশ ও সীমানাপ্রাচীর ভেঙে তাদের দখল থেকে ৬৩ শতাংশ বনভূমি উদ্ধার হয়েছে।

এ ছাড়া গ্রিনটেক রিসোর্টের সীমানাপ্রাচীর, ৪টি কটেজ, অডিটরিয়ামের একাংশ ও রান্নাঘর গুঁড়িয়ে দিয়ে তাদের দখলে থাকা ৫৪ দশমিক ৫৪৭ শতাংশ বনের জমি উদ্ধার করা হয় অভিযানে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন