৭৫তম কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেটে দেখা মেলে চিত্রনায়ক আরিফিন শুভর। ১৯ মে প্রকাশ পায় ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার। নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ বলেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলোকলা পূরণের মতো। একেবারে স্বপ্নের বাইরের কোনো কিছুকে ছোঁয়ার মতো। কানে সব সৃষ্টিশীল মানুষের মেলা। কেউ সিনেমার মেকিং নিয়ে কথা বলছে।
কেউ চিত্রনাট্য নিয়ে কথা বলছে, কেউ গল্প নিয়ে কথা বলছে। খুবই দারুণ সময় কাটছে। ১৮ তারিখে পৌঁছালাম। ১৯ তারিখে ট্রেলার লঞ্চ হলো। ২০ তারিখে রেড কার্পেটে হাঁটলাম। ২১ তারিখ থেকে বিভিন্ন সিনেমার স্ক্রিনিং দেখছি।’ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কানসৈকতের ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর ট্রেলার প্রদর্শনী হয়। ট্রেলারে খণ্ড খণ্ড করে উঠে এসেছে বঙ্গবন্ধুর রাজনীতি, পরিবার, মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়কাল। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা—সবই এসেছে ট্রেলারে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনেক বিদেশি পরিচালক ও অতিথি উপস্থিত ছিলেন। তাঁরা ট্রেলার প্রকাশ-পরবর্তী পার্টিতে প্রশংসা করেছেন বলে জানালেন শুভ। শুধু তা-ই নয়, নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘ট্রেলার প্রকাশের পর আমার চোখে পানি চলে এসেছে। এটা অনেক আবেগের একটা সিনেমা।’