Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অফিশিয়াল ট্রেলার সিনেমা মুক্তির আগে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অফিশিয়াল ট্রেলার সিনেমা মুক্তির আগে

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেটে দেখা মেলে চিত্রনায়ক আরিফিন শুভর। ১৯ মে প্রকাশ পায় ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার। নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ বলেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলোকলা পূরণের মতো। একেবারে স্বপ্নের বাইরের কোনো কিছুকে ছোঁয়ার মতো। কানে সব সৃষ্টিশীল মানুষের মেলা। কেউ সিনেমার মেকিং নিয়ে কথা বলছে।

কেউ চিত্রনাট্য নিয়ে কথা বলছে, কেউ গল্প নিয়ে কথা বলছে। খুবই দারুণ সময় কাটছে। ১৮ তারিখে পৌঁছালাম। ১৯ তারিখে ট্রেলার লঞ্চ হলো। ২০ তারিখে রেড কার্পেটে হাঁটলাম। ২১ তারিখ থেকে বিভিন্ন সিনেমার স্ক্রিনিং দেখছি।’ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কানসৈকতের ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’-এর ট্রেলার প্রদর্শনী হয়। ট্রেলারে খণ্ড খণ্ড করে উঠে এসেছে বঙ্গবন্ধুর রাজনীতি, পরিবার, মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়কাল। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা—সবই এসেছে ট্রেলারে।

Mujibপাশাপাশি দেখা গেছে মুক্তিযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ নেতাদের। ট্রেলার শেষ হয়েছে নুসরাত ইমরোজ তিশার কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে। ট্রেলার নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই খুশি হতে পারেননি দীর্ঘ প্রতীক্ষিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার দেখে। এ প্রসঙ্গে গণমাধ্যমকে আরিফিন শুভ বলেন, ‘আমি অফিশিয়ালি সবাইকে জানাতে চাই, আমাদের কানে আসার পুরো বিষয়টা তেরো-চৌদ্দ দিনের সিদ্ধান্তে হয়েছে। শেষ মুহূর্তে আমরা জানতে পেরেছি, আমরা অ্যাটেন্ড করতে পারব। ১৬ তারিখ আমাদের টিম ফ্রান্স অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছিল। ১৭ তারিখ বিকেল সাড়ে তিনটার সময় পাসপোর্ট পেয়েছি। ১৭ তারিখ রাতে আমি রওনা হই। তার মানে গোটা প্রক্রিয়াটাই হয়েছে শেষ মুহূর্তে। এটা ট্রেলার নিয়ে আমার প্রথম কথা।’

রেড কার্পেটে আরিফিন শুভশুভ আরও বলেন, ‘এই ট্রেলার তৈরি করা হয়েছে শুধু কানের জন্য। সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বরে। কানে অ্যাটেন্ড করার জন্য তড়িঘড়ি করে ট্রেলারটি তৈরি করা হয়। একাত্তর বা বায়ান্নতে যা হয়েছে বাঙালির সঙ্গে অথবা আমরা এত বড় একটা সিনেমা বানিয়েছি আমাদের জাতির পিতাকে নিয়ে—সেই বিষয়টার প্রতি আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য একটা কনটেন্ট নিয়ে আমরা এসেছি। অফিশিয়াল ট্রেলারটা সিনেমা মুক্তির মাসখানেক আগে প্রকাশ করা হবে। তারপরও একটা কথা বলব, ট্রেলার দেখেই পুরো সিনেমা মাপবেন না।’

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনেক বিদেশি পরিচালক ও অতিথি উপস্থিত ছিলেন। তাঁরা ট্রেলার প্রকাশ-পরবর্তী পার্টিতে প্রশংসা করেছেন বলে জানালেন শুভ। শুধু তা-ই নয়, নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘ট্রেলার প্রকাশের পর আমার চোখে পানি চলে এসেছে। এটা অনেক আবেগের একটা সিনেমা।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ