Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সবাই প্রবেশপত্র পেল, আসেনি শুধু পলাশের

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সবাই প্রবেশপত্র পেল, আসেনি শুধু পলাশের

রংপুরের বদরগঞ্জে কলেজ অধ্যক্ষের অবহেলায় পলাশ চন্দ্র রায় নামের এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীর বাবা পবিত্র চন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পলাশ চন্দ্র রায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। পরে মধুপুর ময়নাকুড়ি টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ এলাহি বকস তাকে তাঁর কলেজে ভর্তি হয়ে সেখান থেকে ফরম পূরণ করতে বলেন। এ জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অধ্যক্ষ তার ভর্তি ও ফরমসহ বিভিন্ন অজুহাত দিয়ে কয়েক দফায় ২২ হাজার ৮০০ টাকা নিয়েছেন।

শিক্ষার্থী পলাশ চন্দ্র রায় বলেন, ‘আগামী রোববার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। কলেজের সবাইকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিলেও শুধু আমাকে দেওয়া হয়নি। অধ্যক্ষ আমাকে বলেন কাগজপত্রের ত্রুটি থাকায় ফরম পূরণ হয়নি।’

পলাশের বাবা পবিত্র চন্দ্র অভিযোগ করে বলেন, ‘সন্তানের ভর্তি ফরম পূরণসহ বিভিন্ন অজুহাতে কয়েক দফায় অধ্যক্ষ আমার কাছ থেকে ২২ হাজার ৮০০ টাকা নেন। এরপর তিনি ভর্তির ২ হাজার ১০০ টাকা এবং ফরম পূরণের ২ হাজার ৩০০ টাকার রসিদ দেন। টাকা নিয়েও কেন আমার সন্তান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না?’

এ বিষয়ে জানতে অধ্যক্ষ এলাহি বকসের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

ইউএনও আবু সাঈদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আমার কার্যালয়ে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ