সিএনএন
মুরগির ডিম থেকে বাচ্চা ফোটার ঠিক আগ মুহূর্তে ভেতরে যেভাবে ছানা জড়সড় হয়ে থাকে ঠিক সেভাবে রয়েছে ডাইনোসরের একটি ভ্রূণ। দক্ষিণ চীনের গাঞ্জু প্রদেশে পাওয়া গেছে প্রায় নিখুঁতভাবে সংরক্ষিত ৭ কোটি বছর আগেকার জীবাশ্মটি। ২০ বছর আগে খুঁজে পাওয়ার পর সম্প্রতি জানা গেছে এসব তথ্য। অভিরাপটোরিড ডাইনোসর নামের এ প্রজাতির নতুন নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং।
ডিমটি ৭ ইঞ্চি লম্বা। তবে ভেতরের বাচ্চাটি লম্বায় ১১ ইঞ্চি। পরিণত বয়সে এ প্রজাতি ২-৩ মিটার লম্বা হয় বলে ধারণা করছেন চীন, যুক্তরাজ্য এবং কানাডার গবেষকেরা।
উন্নত স্ক্যানিং কৌশল ব্যবহার করে আরও তথ্য জানার প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষক দলের এক সদস্য বলেন, এখন পর্যন্ত যত ডাইনোসরের ভ্রূণ পাওয়া গেছে, তার মধ্যে এটিই সবচেয়ে ভালো। এই আবিষ্কার এখনকার পাখির সঙ্গে ডাইনোসরের মিল বোঝার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। বিজ্ঞানীরা ডিমের ভেতরে ডাইনোসরের ভ্রূণের অবস্থানের সঙ্গে পাখির ভ্রূণের অনেক মিল খুঁজে পেয়েছেন। এতে ইঙ্গিত পাওয়া যায়, আধুনিক পাখিদের আচরণ বিবর্তিত হয়েছে। এর মূলে রয়েছে ডাইনোসর।