বন্দরের বহির্নোঙরে বালুবাহী একটি বার্জের ধাক্কায় টিটু-১৪ নামের লাইটার জাহাজ ডুবে চারজন নাবিক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহির্নোঙরের পার্কিচর এলাকায় এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১৫ ঘণ্টাও চার নাবিকের কোনো হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ডের পূর্ব জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আশফাক বিন ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ জাহাজ ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই জাহাজের ৮ নাবিক ক্রুকে উদ্ধার করে। জাহাজে ১২ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে চারজন এখনো নিখোঁজ রয়েছেন।’
আশফাক বিন ইদ্রিস আরও বলেন, ‘আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে মালামাল লোড করে সি বিচ এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি বার্জ ধাক্কা দিলে জাহাজটি ডুবে যায়। খবর পাওয়ার পর থেকে কোস্টগার্ডের দুটি জাহাজ নিখোঁজ নাবিকদের উদ্ধারে কাজ শুরু করে। দুটি জাহাজ এখনো অভিযান পরিচালনা করছে।’