আগৈলঝাড়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে দশ বছর ধরে অনুপস্থিত রয়েছেন দুই চিকিৎসক। তাঁদের অনুপস্থিতির কারণে এ উপজেলার স্বাস্থ্য সেবা এখন বেহাল হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক ২০১৭ সালের ১ জুলাই চিকিৎসক হিসেবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। মাত্র ৫ মাস কর্মস্থলে থাকার পর ২০১১ সালের ৪ জানুয়ারি থেকে ১০ বছর ধরে অনুপস্থিত রয়েছেন তিনি।
এ ছাড়া সোমা হালদার ২০১৪ সালের ৮ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি ১ বছর কর্মস্থলে থাকার পর ২০১৫ সালের ৫ নভেম্বর থেকে ৬ বছর ধরে অনুপস্থিত রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, দুই চিকিৎসককে একাধিকবার কর্মস্থলে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। তাঁরা এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি। তাঁদের দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।