বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছরের শেষ দিনে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। এবারের পর্ব ধারণ করা হয়েছে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকবাংলোর সামনে।
এবারের অনুষ্ঠানে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও ইবরার টিপুর সুরে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। হবিগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।
এবারের অনুষ্ঠানে ফরিদুল আলম নামে একজন প্রযুক্তিপ্রেমী ব্যবসায়ীকে দেখানো হবে, মানুষকে সেবা দিয়ে যিনি হয়ে উঠেছেন প্রযুক্তি যুগের আলাদিনের চেরাগ। ঝিনাইদহের কালীগঞ্জের সাড়ে সাত বছরের বিস্ময়বালক সামিউন আলিম সাদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। থাকবে গ্রিসের প্রাচীন নিদর্শন ঐতিহ্যবাহী অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।
নিয়মিত পর্বসহ এবারও বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে থাকছে নাট্যাংশ। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৩১ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।