হোম > ছাপা সংস্করণ

সাত সিরিজ নিয়ে ফ্রাইডের যাত্রা শুরু, আছেন বাংলাদেশের শিল্পীরাও

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন সাতটি সিরিজ নিয়ে যাত্রা শুরু করল পশ্চিমবঙ্গের নতুন ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে। এর মধ্যে রয়েছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজ ‘ভালো বাসা’। অভিনয়ও করেছেন বাংলাদেশী শিল্পীরা। কেন্দ্রীয় দু্ই চরিত্রে আছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। এ ছাড়া অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ সিরিজে আছেন বাংলাদেশের আরিফিন শুভ। 

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ভালো বাসা। নির্মাতা জানান, মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরিজের গল্প। আবু হায়াত বলেন, ‘শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার ধরণ ও পার্থক্য দেখানো হয়েছে এখানে।’

ভালো বাসা সিরিজের চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ। 

এদিকে অরিন্দম শীলের উনিশে এপ্রিল সিরিজও নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে লেখা হয়েছে উনিশে এপ্রিলের কাহিনি। ওই বছরের ৪ মে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুরূপা গুহর। তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহ (একটি স্কুলের তৎকালীন প্রিন্সিপাল), বাবা সতীকান্ত, প্রীতিলতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ইন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের ঘনিষ্ঠতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার নিষ্পত্তি হয় অদ্ভুতভাবে। তথ্যপ্রমাণে বিচ্যুতি ঘটানোয় ইন্দ্রনাথের দুই বছরের জেল হয়।

এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। যার চরিত্রের নাম সোনালি ঘোষ। আর তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। এ ছাড়া পুলিশ অফিসারের চরিত্রে আছেন সৌরসেনী মিত্র এবং সাংবাদিক চরিত্রে ইন্দ্রাশিস রায়। আরও রয়েছেন অরুণিমা ঘোষ, অশোক সিংহ, সন্দীপ দে প্রমুখ।

এ ছাড়া ২৭ জুলাই ফ্রাইডেতে মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য নাইট অব ক্রাইম’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, দীপ মোদকের ‘নেক্রো’ ও কৌশিক করের ‘ফটাস’ সিরিজগুলো।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন