Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাড়া ফেলেছে ‘আমার বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাড়া ফেলেছে ‘আমার বাংলাদেশ’

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে চমৎকার সব ভিডিও উপহার দিয়েছেন নির্মাতারা। বিশেষ করে নজর কেড়েছে ‘আমার বাংলাদেশ’ নামের একটি ভিডিও। মেরিল-রাঁধুনী নিবেদিত ভিডিওটি ১৫ ডিসেম্বর রাত ৮টা ৫৪ মিনিটে একযোগে প্রকাশ করা হয় ১৪টি টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায়।

মুক্তির পর দর্শক ‘আমার বাংলাদেশ’-এর প্রশংসা করেছেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি মানুষ দেখেছে ‘আমার বাংলাদেশ’। ৫ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের সৌন্দর্য, মানুষের আতিথেয়তা, উৎসব, সংস্কৃতি, অসাম্প্রদায়িকতা তুলে ধরা হয়েছে।

মেরিল-রাঁধুনীর উদ্যোগে, সান কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি নির্মাণের উদ্দেশ্য, বাংলাদেশের রূপচিত্র, পর্যটন ও গৌরবকে বিশ্বের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা।

আমার বাংলাদেশে জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ব্রিটিশ নাগরিক অ্যালেক্স ডবসন। নেহা বলেন, ‘এটি গতানুগতিক কোনো ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশ কত সুন্দর, মানুষ কত আন্তরিক তা নতুন করে জানা যাবে ভিডিও দুটি দেখে।’

অ্যালেক্স বলেন, ‘বাংলাদেশে এটাই আমার প্রথম আসা। আমি একজন থিয়েটার কর্মী। কাজটি করতে গিয়ে এ দেশের মানুষ, প্রকৃতির সঙ্গে আমিও মিশে গেছি। বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় সত্যিই অনেক কষ্ট হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ