মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত সোমবার স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর হবে। মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর।
মহালছড়ির ৪টি ইউপিতে চূড়ান্ত হওয়া নৌকার মাঝি হলেন মহালছড়ি সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, মুবাছড়ি ইউপিতে জাতীয় পার্টির উপজেলা সভাপতি কংজরী মারমা এবং ক্যায়াংঘাট ইউপিতে রুপেন্দু দেওয়ান।
মাইসছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া গিয়াস উদ্দিন মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের গুরুত্ব দিয়েছেন বলেই তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে তিনি অত্যন্ত খুশি। নির্বাচিত হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ছাড়াও সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
মহালছড়ি সদর ইউপিতে দলীয় মনোনয়ন পাওয়ায় রতন কুমার শীল প্রধানমন্ত্রী ও খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘গত ৫ বছর শান্তি-সম্প্রীতির মধ্য দিয়ে যেভাবে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখেছি, সেভাবে ভবিষ্যতে আরও জোর দিয়ে উন্নয়নকাজ করে যাব। বিগত সময়ের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করবেন।’
প্রার্থী ঘোষণা প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, শেখ হাসিনার জন্য তৃণমূল থেকে মান-প্রাণ উজাড় করে প্রার্থীর প্রস্তাব পাঠানো হয়েছিল। কেন্দ্র থেকে এদের মনোনয়ন দেওয়ায় ইউনিয়নের মানুষের জন্য ভালো হবে।