হোম > ছাপা সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ

সিলেট সংবাদদাতা

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে ‘বিজয়ের পথে পথে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, নাট্যাভিনয় পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

এদিকে সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য দেওয়া হয় সাধারণ মানের প্লাস্টিকের চেয়ার। আর তার ঠিক সামনে সাদা রঙের কাপড় মোড়া চেয়ারে রাজনীতিবিদদের বসার জায়গা দেওয়া হয়। ‘বীর মুক্তিযোদ্ধা’ ‘রাজনৈতিক নেতৃবৃন্দ’ কাগজে লিখে খুঁটিতে সাঁটিয়ে চেয়ার বরাদ্দ করে দেওয়া হয় বসার জন্য। এ নিয়ে উপস্থিত সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। উপস্থিত অনেক বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধাদের সাদা রঙের কাপড় মোড়া চেয়ারে বসার ব্যবস্থা করে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন