হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান পদে লড়বেন একই পরিবারের তিনজন

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একই পরিবারের তিনজন লড়বেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শাহানাজ মোস্তফা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর ভাশুর বর্তমান চেয়ারম্যান খন্দকার এম এ সালাম ও সৎছেলে আল মামুন বাবু নির্বাচন করবেন। ভোটের মাঠে তাঁদের লড়াই নিয়ে আগ্রহ বাড়ছে ভোটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা।

এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহানাজ মোস্তফা। এ ছাড়া গত সোমবার আল মামুন বাবু ও খন্দকার এমএ সালাম উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করবেন উপজেলা নির্বাচন কমিশন। জয়ের ব্যাপারে তিনজনই আশাবাদী।

এ ব্যাপারে ফতেহাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান খন্দকার এম এ সালামের ছোট ভাই গোলাম মোস্তফার স্ত্রী ও যুব মহিলা লীগ নেত্রী শাহানাজ মোস্তফা বলেন, ‘নির্বাচন করা আমাদের নাগরিক অধিকার। জনগণ যাকে চাইবে, সে-ই নির্বাচিত হবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নৌকা নিয়ে মাঠে কাজ করছি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে ভোট দেবে। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই।’

এদিকে খন্দকার এম এ সালাম বলেন, ‘আমার ভাতিজা আল মামুন বাবু স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ছোট ভাই গোলাম মোস্তফার স্ত্রী শাহানাজ মোস্তফা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমিও চেয়ারম্যান পদে নির্বাচন করব। তবে আমিই জয়ী হব।

নৌকার বিপক্ষে কেন নির্বাচন করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এই ইউপিতে টানা চারবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। কুমিল্লায় জেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এবার পাইনি তাই স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব।’

এ ব্যাপারে আল মামুন বাবু বলেন, ‘আমি দেড় বছর ধরে সৎমায়ের পক্ষে কাজ করেছি। তিনি আমাকে আমার পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। তাই আমি নির্বাচনে নেমেছি। জনগণ আমাকে ভোট দেবে।’

নির্বাচন কমিশনার মো. আলতাফ হোসেন বলেন, ফতেহাবাদ ইউপির নির্বাচনে শাহানাজ মোস্তফা, তাঁর সৎছেলে আল মামুন বাবু ও ভাশুর খন্দকার এম এ সালাম মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন