বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ সাজ্জাদের নামে কদিন আগেই দুই দফা ফোন করে চালিতাতলী এলাকার কমফোর্ট হোমটেক্সের মালিক তানভীর আলমের কাছে চাঁদা চাওয়া হয়। তানভীর চাঁদা দেবেন না বলে সাফ জানিয়ে দেন। তাতে ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের সহযোগীরা আগুন ধরিয়ে দেন তাঁর কারখানায়। গত মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তানভীর আলমের কাছে ১৭ ও ১৮ জুলাই একটি বিদেশি নম্বর থেকে ফোন করে সাজ্জাদ পরিচয়ে চাঁদা চাওয়া হয়। চাঁদা দেবেন না বলায় সাজ্জাদের অনুসারীরা ২০ জুলাই ভোরে তাঁর কারখানায় আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা করেন তানভীর। মামলার পর মঙ্গলবার রাতে হাজিরপুল রফিক ডাক্তারের পুরাতন বাড়ির সামনে থেকে মো. মোবারক ও জিসান নামে দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার এসআই মো. আজহারুল ইসলাম বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করতে পারি। দুজনই জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’
২০০০ সালে আট ছাত্রলীগ নেতা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খান শিবির ক্যাডার হিসেবে পরিচিত।