ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী সাতক্ষীরার পাটকেলঘাটায় গত শনিবার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। গত দুই দিনের বৃষ্টিতে শত শত বিঘা জমির আমন ধান নুয়ে পড়েছে। বোরো ধানের বীজতলাও পানিতে ডুবে গেছে।
তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ‘থেমে থেমে বৃষ্টিপাত হলে ফসলের মাঠে পানি বেশিদিন জমে থাকতে পারবে না। তাই ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।’
এদিকে গত শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ায় ঘরবাড়ি এবং গাছপালার ক্ষয়ক্ষতি না হলেও উপজেলার শতাধিক একর জমির আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে এসব ধান কেটে ঘরে তুলতেন কৃষকেরা। এখন বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
গতকাল সোমবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সবজিখেত, আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ও অনেক কৃষকের কাটা ধান পানিতে ভাসছে। এলাকার অনেকে খেতের পানি নালা দিয়ে বের করে দিতে ব্যস্ত।
পাটকেলঘাটার জুজখোলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, বৃষ্টিতে কৃষকের কিছু আমন ধান, সবজিখেত ও বোরো বীজতলার ক্ষতি হয়েছে। তবে আজ থেকে যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, তাহলে ক্ষতির পরিমাণ কমবে।