কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আইজিপি কাপ যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১২টা থেকে কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে দিনব্যাপী এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলমের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সভানেত্রী ও এসপির স্ত্রী দিলরুবা আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী খায়রুননেসা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোছাদ্দেক আলী মনি।