ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক, ইভটিজিংসহ কিশোর অপরাধ কিশোর অপরাধ বিরোধী আলোচনা সভা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে কাছিয়াড়া মহিলা মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কাছিয়াড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ আব্দুর রবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান দিপু, যমুনা ট্রাভেলসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন, উপজেলা কিন্ডারগার্টেনের সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক বরকত উল্যাহ, হাফেজ আব্দুল্লাহ আল ফয়সাল, পারভেজ হোসেন, জয়নাল আবেদিন, লোকমান হোসেন ও নাজির আহমেদ প্রমুখ।