হোম > ছাপা সংস্করণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বন্ধ, টাকা তুলতে পারছেন না দুই ক্যানসার রোগী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ক্যানসারে আক্রান্ত দুজন রোগী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার চেক ব্যাংকে জমা দিলেও টাকা তুলতে পারছেন না। তাঁরা চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলেও কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি ব্লক আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।

জানা গেছে, চলতি বছরের গত ১৩ মার্চ পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের মো. শাহজাহানের স্ত্রী জয়নব বিবি এবং একই ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মো. জামালের স্ত্রী মোসা. রাবেয়া বেগমের নামে ৯০ হাজার টাকার চেক ইস্যু করা হয়। চেক দুটিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

রাবেয়া বেগমের স্বামী জামাল হোসেন জানান, তাঁর স্ত্রী ৪০ হাজার টাকার একটি চেক পেয়েছেন। চেকটি রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ চেকটি নগদায়ন না হওয়ার কথা বলছে।

পাথরঘাটা শাখা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘জয়নব বিবি ও রাবেয়া বেগমের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া ৫০ হাজার ও ৪০ হাজার টাকার দুটি চেক নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা হলেও নগদায়ন হয়নি। চেক দুটি সোনালী ব্যাংকের ছিল। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, হিসাবটি ব্লক আছে। ইতিমধ্যে চেকের মেয়াদও শেষ হয়ে গেছে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, চিকিৎসা সহায়তা হিসেবে প্রাপ্ত টাকা যেন দ্রুত পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আবার চেক ইস্যুর জন্য অনুরোধ করা হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন