Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরার আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক

ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরার আহ্বান

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। শুরুটা পশ্চিমা বিশ্ব থেকে হলেও এখন বাংলাদেশ-ভারতসহ প্রাচ্যের দেশগুলোতে তরুণ-তরুণীদের কাছে দিবসটি বেশ জনপ্রিয়। তবে ভালোবাসার এই দিনটিকে এবার ‘গরু জড়িয়ে ধরা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড। এমন অদ্ভুত আহ্বানে নিন্দার ঝড় উঠেছে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতের পশু কল্যাণ বোর্ডের বরাত দিয়ে গতকাল একটি খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় আল জাজিরাকে বলেন, ‘এ ধরনের আহ্বান পাগলামি আর অযৌক্তিক কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্র এখন সেটাই করছে, যা রাজনৈতিক ও বিভিন্ন ধর্মীয় দল করে আসছে। এটা খুব দুর্ভাগ্যজনক।’

এদিকে পশু কল্যাণ বোর্ডের নোটিশে বলা হয়, ‘গরু কামধেনু (প্রাচুর্যের গাভি) ও গোমাতা হিসেবে পরিচিত। যাঁরা গরুকে ভালোবাসেন, তাঁরা তাঁদের জীবনে গোমাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার মতো বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।’

নোটিশে আরও বলা হয়, গরুকে আলিঙ্গন মানসিক শান্তি বয়ে আনবে। ব্যক্তিগত ও সামষ্টিক সুখ বাড়াবে। কর্মকর্তাদের বরাত দিয়ে নোটিশে আরও বলা হয়, ‘পশ্চিমা সংস্কৃতির বিকাশের কারণে প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির মুখে পড়েছে। সবাই পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ